• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বিভিন্ন দাবিদাওয়া আদায়, বৈষম্য নিরসন এবং কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ডিগ্রি (পাস) শাখা নিয়ে কটুক্তির অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা আট দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. ডিগ্রি শাখার জন্য নির্দিষ্ট ভবন ও কক্ষ বরাদ্দ।
২. একজন বিভাগীয় প্রধানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা।
৩. রুটিন অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করা।
৪. সেমিনার কক্ষের ব্যবস্থা।
৫. অতিরিক্ত ভর্তি ফি বন্ধ ও যথাসময়ে পরীক্ষা গ্রহণ।
৬. ফরম ফিলাপের অর্থের জবাবদিহিতা।
৭. ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক বিষয়ে পরীক্ষা না নেওয়া।
৮. নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন।

দাবি আদায়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেন। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্যাহ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করলেও তারা অধ্যক্ষকে উপস্থিত করার দাবি জানান। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ এবং কয়েকজন শিক্ষক প্রতিনিধি এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আলোচনায় অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রতিটি দাবির বিষয়ে ব্যাখ্যা দেন এবং কোনগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব এবং কোনগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্তসাপেক্ষ সে বিষয়েও অবহিত করেন। কটুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “তোমরা আমাদের সন্তানের মতো। হয়তো কিছু কথাবার্তায় ভুল বোঝাবুঝি হয়েছে, তবে ডিগ্রি (পাস) শাখার মানোন্নয়নে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”

পরে অধ্যক্ষ আশ্বাস দেন যে এক মাসের মধ্যে ডিগ্রি (পাস) শাখার জন্য নির্মাণাধীন নতুন ভবন বা দর্শন ভবন বরাদ্দ দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ