• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হারিয়ে যাওয়া এনআইডি তোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে যাওয়ার পর তা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েননি এমন নাগরিক খুঁজে পাওয়া বিরল। এ অবস্থায় নাগরিক ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আর জিডি করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জনভোগান্তি দূর করতে ইসি জিডি করার এই নিয়ম বাতিল করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
 
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
 
তিনি বলেন, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায়, সেটি নিয়েও পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
 
জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
 
সর্বশেষ প্রকাশিত হওয়া সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা