• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

টিআই প্রধানের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

অর্থ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, উন্নয়নশীল দেশ থেকে শত শত কোটি ডলারের চুরি করা সম্পদ উন্নত দেশে পাচার ঠেকাতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো গড়ে তোলা জরুরি।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা প্রায়ই জানি এই অর্থ কোথা থেকে আসছে। তবুও সেটিকে বৈধ অর্থ স্থানান্তর হিসেবে মেনে নেওয়া হয়, কোনো উদ্যোগ নেওয়া হয় না।”

তিনি আরও জানান, বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে দক্ষিণের দেশগুলো থেকে পাচার হওয়া অর্থ রোধে। এসব অর্থ করস্বর্গ ও উন্নত দেশে নিরাপদ আশ্রয় পাচ্ছে এবং সুবিধাভোগী গোষ্ঠী সেগুলো বৈধতা দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসনের সময়ে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক নিয়ম-কানুনের সমালোচনা করে তিনি বলেন, এগুলোই অফশোর দ্বীপপুঞ্জ ও ধনী দেশে লুট করা অর্থ জমা রাখতে সুবিধা দেয়।

টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান চুরি করা সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আরও কঠোর আন্তর্জাতিক নিয়ম ও তার কার্যকর প্রয়োগ এখন জরুরি।

ড. ইউনূস টিআইকে কণ্ঠস্বর আরও জোরালো করার আহ্বান জানিয়ে বলেন, চুরি করা অর্থ পাচার রোধে বাধ্যতামূলক আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং একটি বৈশ্বিক ফোরাম গঠনে সহযোগিতা করতে হবে।

টিআই বাংলাদেশের প্রধান ড. ইফতেখারুজ্জামান জানান, টিআই বাংলাদেশ ও যুক্তরাজ্য শাখার যৌথ প্রচেষ্টায় শেখ হাসিনার সহযোগীদের অর্জিত কিছু সম্পত্তি জব্দ করা সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী
হাজী সেলিমের বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী
দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা