• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে সাংবাদিকদের উপর আক্রমণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের করা সাংবাদিক নির্যাতন মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ ইসমত আরা। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ জামিন না মঞ্জুর করে আসামীকে আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। 

এবিষয়ে কুড়িগ্রামের সকল মিডিয়া কর্মীগণ তথ্য ও ভিডিও চিএ সংগ্রহ করতে যায়।সাংবাদিকদের আর্দশিক কাজে বারবার বাঁধা প্রদান করেন সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের আইনজীবি ফখরুল ইসলাম। পরে এক পর্যায়ে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে  ক্যামেরা ভাঙ্গচুরের জন্য নিজে আক্রমণ চালায়।

এ ঘটনায় কুড়িগ্রামের সাংবাদিক সমাজ হতভম্ব ও নির্বাক।তিনি নিজেকে অনেক প্রবীণ আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তাঁর এহেন কর্মকান্ডে এজেলার সুশীল সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। 

এ বিষয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহাফুজার রহমান টিউটর জানান তিনি একজন আসামি পক্ষের আইনজীবী হিসেবে এজলাসের ভিতরে ভুমিকা পালন করতে পারেন।কিন্তু এজলাসের বাইরে তিনি আইন লংঘন করে সাংবাদিকের পেশাগত দায়িত্বে পালনে  বাঁধা প্রদান করেন।আমরা কুড়িগ্রাম সাংবাদিক সমাজ তাঁর এরকম কার্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০