ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনও কে সম্মাননা

 
                                            
                                    
পাবনার ভাঙ্গুড়ায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ইউএনওকে সম্মাননা পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।
সংস্থার পক্ষ থেকে বলা হয়,মোছাঃ নাজমুন নাহার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। সব ক্ষেত্রে সততা ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সমালোচনা শুনেছেন, তবে কখনো হাল ছাড়েননি। উপজেলা পরিষদের নিরাপত্তা, সামাজিক কার্যক্রম ও উন্নয়ন কাজে তার গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃত। রুটিন ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষার্থীরা জনসেবায় নিজেকে নিবেদিত করতে উৎসাহিত হয়েছে।
HWRC এই অবদানের জন্য তাকে একজন ইথিক্যাল বুরোক্রেট হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করেছে।
সোমবার ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার কে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন HWRC’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মাহবুব উল আলম বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, সদস্য শ্রী মলয় কুমার দেব এবং অন্যান্য কর্মকর্তা।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





