• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনাকে সব ধরণের সহযোগিতা করেছে জাতীয় পার্টি: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য-সহযোগিতা করেছে জাতীয় পার্টি (জাপা)। আর যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই নেই।
 
তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারও বিরুদ্ধে কথা বলা এবং সমালোচনা করতে পারে। কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যাক্কারজনক।
 
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানকে কারাগারে নেওয়ার উদ্দ্যেশ্যে ছিল এ জাতিকে পরাভূত করা।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক  আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেল'র আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ব্যারিস্টার মীর হেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন
ক্রীড়াঙ্গনে উপদেষ্টার প্রভাব বিস্তারের অভিযোগ তুললেন আমিনুল হক
ক্রীড়াঙ্গনে উপদেষ্টার প্রভাব বিস্তারের অভিযোগ তুললেন আমিনুল হক
রাজধানীর পল্টন মোড় অবরোধ প্রত্যাহার করেছেন রাশেদ খান
রাজধানীর পল্টন মোড় অবরোধ প্রত্যাহার করেছেন রাশেদ খান