• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার নতুন জেলা জজ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এ.এম.
মো. রফিকুল ইসলাম-ছবি সংগৃহীত

আইন-আদালত

ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির আগে তিনি বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, এ দুই বিচারকসহ মোট ১০ জন বিচারককে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনকেও বদলি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম
কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম
রাজউকের সাবেক সদস্য খুরশীদ শেখ হাসিনার মামলায় আত্মসমর্পণ
রাজউকের সাবেক সদস্য খুরশীদ শেখ হাসিনার মামলায় আত্মসমর্পণ