জবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন শুরু


আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পের তৃতীয় ধাপে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে গুগল ফর্ম বা সরাসরি আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে ৭০০ শিক্ষার্থীর আবাসনের উদ্যোগ নেওয়া হয়। পরে চলতি বছরের ২০ মে প্রাথমিকভাবে ৫০০ শিক্ষার্থীর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়, যেখানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। গত ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত এ প্রকল্পের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব উদ্যোগ, যা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আবাসন সুবিধার পাশাপাশি ধর্মীয়, নৈতিক ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।
ভিওডি বাংলা/ আরিফ