১ শেয়ারে বিনিয়োগ করে মাসের ব্যবধানে আড়াইগুণ লাভ!

 
                                            
                                    
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছোট মূলধনের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএন) শেয়ার গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। সাধারণত লোকসানকারী এই কোম্পানির শেয়ার কিনে এক শ্রেণির বিনিয়োগকারী আড়াইগুণ লাভ করেছেন।

কোম্পানির আর্থিক পরিস্থিতি: মোট পরিশোধিত মূলধন মাত্র ১১ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কোম্পানি আর্থিকভাবে দুর্বল। ২০২০-২১ অর্থবছরে ৯ কোটি টাকার বেশি লোকসান হয়েছিল। সাম্প্রতিক সময়ে সামান্য মুনাফা হলেও ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চে ১৯ লাখ টাকার লোকসান হয়েছে। লভ্যাংশও নামমাত্র: ২০২৩-২৪ অর্থবছরে ০.৫ শতাংশ, আগের বছরে ১ শতাংশ।
বিনিয়োগকারীর ঝুঁকি: কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা বিএসইসির নির্দেশনা অনুযায়ী ৩০% শেয়ার রাখলেও তাঁদের মালিকানা মাত্র ২১.৪৭%, সাধারণ বিনিয়োগকারীর মালিকানা ৬৮.৭৪%। তাই কোম্পানি লোকসান করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারী।
সুবিধাভোগীর লাভ: গত ৩১ জুলাই শেয়ারদর ছিল ৪২.৪০ টাকা। আজ তা ১১৩.৫০ টাকা, অর্থাৎ এক মাসে ১৬৮% বা ২.৬৮ গুণ বেড়েছে। এর ফলে, ১ লাখ শেয়ার কিনে ৪২ লাখ ৭০ হাজার টাকার বিনিয়োগ করলে এক মাসে বিক্রি করলে মোট ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার লভ্যাংশসহ আয়ের সম্ভাবনা রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা ও সতর্কতা: বিএসইসি ডিএসইকে নির্দেশ দিয়েছে অস্বাভাবিক শেয়ারদরের কারণ তদন্ত করতে। ডিএসইও ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং বিনিয়োগকারীদের সতর্কবার্তা জারি করেছে।
অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, “উচ্চ দামে শেয়ার কিনে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন। অস্বাভাবিক দরবৃদ্ধি দীর্ঘমেয়াদে বিপজ্জনক।”
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






