• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন লুকে শ্রাবন্তী, সামাজিক মাধ্যমে ঝড়

বিনোদন ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আসছে পূজায় নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেয়েছে। তবে চলচ্চিত্রের ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন এই তারকা।

গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাক, খোলা চুল আর বোল্ড মেকআপে শ্রাবন্তী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেন শ্রাবন্তী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাক, খোলা চুল আর বোল্ড মেকআপে তার ভিন্ন আভা মুগ্ধ করেছে ভক্তদের। কখনো হাতে শ্যাম্পেনের গ্লাস, কখনো বাতাসে উড়ছে খোলা চুল— এমন ভিন্ন ভিন্ন ভঙ্গিমার বোল্ড পোজ ভক্তদের নজর কেড়েছে।

গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাক, খোলা চুল আর বোল্ড মেকআপে শ্রাবন্তী।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন— “নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।” এই পোস্টে মন্তব্যঘর ভরে গেছে ভালোবাসা ও প্রশংসায়।

গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাক, খোলা চুল আর বোল্ড মেকআপে শ্রাবন্তী।

এর আগে দিন কয়েক আগেও গোলাপি আভায় ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছিলেন শ্রাবন্তী। তখন তিনি পরেছিলেন গোলাপি লেহেঙ্গা, খোলা চুল আর হালকা মেকআপে ছড়িয়েছিলেন অনন্য আবেদন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা
ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা
তাহসানের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি
তাহসানের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি
অপু বিশ্বাস পরিচালনা করবেন প্রিন্স মামুনের সেলুন
অপু বিশ্বাস পরিচালনা করবেন প্রিন্স মামুনের সেলুন