অপু বিশ্বাস পরিচালনা করবেন প্রিন্স মামুনের সেলুন


সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত ব্যবসায়িক কাজ নিয়ে। সম্প্রতি বিভিন্ন শোরুমের উদ্বোধনসহ নিজের পার্লারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, একসময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা থাকলেও এখন তা অনেকটাই কাটিয়ে উঠেছেন।
ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে কোনো সিনেমার কাজ নেই। তাই তিনি ব্যবসার পরিধিও বাড়াচ্ছেন। সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনেছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে যথেষ্ট আলোচনা রয়েছে।
প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, “অপু আপুর সঙ্গে কি ডিল হয়েছে, তার সব বিস্তারিত পরে জানানো হবে। তবে সেলুনটি এখন অপু আপুর দেখভালে রয়েছে।”
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। এই সেলুনটি তিনজন মিলে পরিচালনা করব-আমি, মাসুদ খান এবং কাজী মাহফুজ।”
ভিওডি বাংলা/জা