• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ সপ্তাহের মধ্যে  হাসপাতাল ছাড়তে পারেন নুর: ঢামেক

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ১১:৫২ এ.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, ধীরে ধীরে তার শারীরিক উন্নতি হচ্ছে। নুরের চারটি সমস্যা রয়েছে- নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে উল্লেখ করে তিনি বলেন, “নুর কিছুটা ট্রমায় আছেন। গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে। খুব শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে।”

তিনি আরও জানান, সময়ের সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে এবং মস্তিষ্কের রক্তক্ষরণও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই তিনি ছাড়পত্র পেতে পারেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ দিনের সফরে সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
২ দিনের সফরে সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের বিকল্প কিছু ভাবলে জাতির জন্য বিপদজনক: প্রধান উপদেষ্টা
নির্বাচনের বিকল্প কিছু ভাবলে জাতির জন্য বিপদজনক: প্রধান উপদেষ্টা
ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন
ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন