বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রভা


দেশীয় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তিনি একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন।
এর মধ্যে একটি হলো ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। সিনেমাটির একদিনের শুটিংয়ে ইতোমধ্যে অংশ নিয়েছেন প্রভা। শিগগিরই দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন এ বি এম সুমন।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করছেন তিনি। সাদেক সিদ্দিকীর পরিচালনায় গাজীপুরের হোতাপাড়ায় শনিবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে প্রভার সহশিল্পী মামনুন হাসান ইমন।
চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে প্রভা বলেন, “এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মেলেনি। এমনও হয়েছে, সবকিছু ঠিক হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি। পারিবারিক কারণেও কিছু প্রজেক্ট করতে পারিনি। অনেক আগে এই দুই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি, তবে রাজনৈতিক কারণে আগেভাগে জানাতে চাইনি। এখন শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম।”
প্রভা জানিয়েছেন, দুটি সিনেমাতেই ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
ভিওডি বাংলা/ আরিফ