• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জনগণ সঠিক নির্বাচনের অপেক্ষায়, নির্বাচন হবেই’ : বাবর

নেত্রকোণা প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৩ পি.এম.
নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। জনগণ একটি সঠিক নির্বাচনের জন্য অপেক্ষমাণ আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না। নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে হবে। আপনারা যদি না আসেন, আপনারা না হারালেও, হারানোর পর্যায়ে চলে যাবেন।”

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, রোডম্যাপ প্রকাশ হয়েছে, সরকার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কিছু মানুষ অজুহাত খুঁজছে যাতে নির্বাচন পেছানো যায় বা না হয়। কিন্তু বাংলাদেশের জনগণ সেটা মানবে না। আমি সরকারের প্রতি আহ্বান করবো, আইন-শৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতির দিকে নজর দিতে।”

নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি নির্যাতিত ঠিক আছে, তবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত। তিনি কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলায় আট বছর কারাভোগ করেছেন। ছোট ছেলে কোকো নির্যাতনের কারণে মারা গেছেন। বড় ছেলে তারেক রহমান প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় আছেন। এমনকি খালেদা জিয়াকে তার নিজের বাসা থেকেও উচ্ছেদ করা হয়েছে। দেশের ইতিহাসে উনার চেয়ে নির্যাতিত কেউ নেই।”

জেলা সম্মেলন প্রসঙ্গে বাবর বলেন, “এখানে এমন নেতৃত্ব নির্বাচন করবেন যিনি ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত। দলের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেই তিনি ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন।”

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, আরিফা জেসমিন নাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অধ্যক্ষ রাবেয়া আলী প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে লুট করা আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটে লুট করা আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
পূর্বের সকল রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা
পূর্বের সকল রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা
নুরের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে গণঅধিকারের কর্মসূচি
নুরের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে গণঅধিকারের কর্মসূচি