শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


কদমবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় প্রসঙ্গে কদমবাড়ি ইউনিয়ন কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ি ইউনিয়ন কল্যাণ পরিষদের সভাপতি তাপস ঢালী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তরুণীকান্ত বাড়ৈ, সাবেক প্রধান শিক্ষক অসীম বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ও কদমবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি সুধাংশু কুমার গায়েন, অধ্যক্ষ ড.সন্তোষ ঢালী, বাংলা একাডেমির উপ- পরিচালক ড.তপন বাগচী, অধ্যক্ষ ড.রসময় কির্ত্তনীয়া, অধ্যাপক ড.অসীম সরকার, অধ্যক্ষ মৃণাল গাইন, সহকারী অধ্যাপক সুশান্ত দত্ত, সহকারী অধ্যাপক লিটন বালা,শিক্ষক বিপুল গায়েন,ডা.রমেন হালদার, এডভোকেট গৌরাঙ্গ বসু, কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ গায়েন,সহ প্রধান শিক্ষক বিপ্লব কুমার হালদার, গণেশ পাগল সেবাশ্রম মন্দিরের সভাপতি মীরণ বিশ্বাস,শিক্ষক নন্দলাল গায়েন, আনব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্ন ঠাকুর,চতুষ্পল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল দত্ত,এডভোকেট পঙ্কজ বাড়ৈ, শিক্ষক পল্টন বিশ্বাস, কদমবাড়ী ইউনিয়ন কল্যাণ পরিষদের সাবেক সভাপতি অরবিন্দু বালা প্রমুখ আলোকিত ব্যক্তিত্বসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপক বিশ্বাস।
বক্তারা বলেন, শিক্ষার এর মানোন্নয়নে এলাকার যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এলাকার যুবকদের মাদক থেকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ