• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে বিএনপির ২৪ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

নকলা (শেরপুর) প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ১১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির ২৪ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা ও সাধারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য নেতা।

যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে ফয়জুর রহমান ফিরোজ বলেন, “শুধু দলে যোগদান করলেই হবে না, ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে এবং আদর্শিক দায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

যোগদানকারীরা জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তারা স্বপ্রণোদিতভাবে এ দলে যোগ দিয়েছেন। তাদের বিশ্বাস, জামায়াতের দূরদর্শী নেতৃত্ব দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

নতুন যোগদানকারীদের মধ্যে আছেন-সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রাকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফাত মিয়া, হায়তুলা, মো. সেকান্দর আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।

যোগদান প্রসঙ্গে নকলা উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার বলেন, “প্রায় দুই মাস আগে থেকেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিক বই পড়ে জামায়াতের গঠনতন্ত্র সম্পর্কে জেনে স্বেচ্ছায় যোগ দিয়েছেন। প্রথম ধাপে সহযোগী সদস্য করা হয়েছে, পরে কর্মী এবং রোকন হওয়ার সুযোগ থাকবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য