টপ নিউজ
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে র্যাব সক্রিয়: মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পি.এম.


ছবি: সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে নির্বাচনের পরিবেশ তৈরি করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের দিন নিকটে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সভার মাধ্যমে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ করা হবে।
মহাপরিচালক আরও বলেন, র্যাব সদস্যদের জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে সংস্থার প্রধান প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে নিরাপদ নির্বাচন নিশ্চিত করা।
ভিওডি বাংলা/জা