• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লোহাগড়া ভ্যানচালক সুমন মোল্লা হত্যা মামলার রহস্য উন্মোচন

নড়াইল প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লোহাগড়া থানার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছোট ছেলে মোঃ সুমন মোল্লা (১৫) একজন ভ্যান চালক। সে গত ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় ভাড়ায় ভ্যান চালানোর উদ্দেশ্যে নিজ বাড়ি হতে বের হয়। সে বাড়িতে ফোন দিয়ে দুপুরে ভাত খাবে বললেও, রাত অতিবাহিত হওয়ার পরও সে আর বাড়িতে ফিরে আসে নাই। তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজখুজি করতে থাকে। একপর্যায়ে গত ২২/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ভিকটিমের ভ্যান গাড়িটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর বাজারে পড়ে আছে সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন সেখানে যায় এবং ভ্যানটি ভিকটিমের মর্মে সনাক্ত করে কিন্তু তাদের সন্তানকে আর খুঁজে পাই নাই। 

একপর্যায়ে ভিকটিম সুমন মোল্লার মা সামেলা বেগম বাদী হয়ে নড়াইল জেলার লোহাগড়া থানায় ছেলে নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরী করে। যার নং-১০৫৮, তারিখ-২২/০৮/২০২৫ খ্রিঃ। উক্ত ঘটিনাটি সামাজিক মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার, পিবিআই যশোরের দৃষ্টিতে আসে। পুলিশ সুপারের নির্দেশে এসআই(নিঃ) রতম মিয়া ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং ভিকটিমকে উদ্ধারের জন্য ঘটনা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করেন। গত ২৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন কামঠানা সাকিনস্থ জনৈক হিরু মোল্লার ধানী জমির পূর্বে সিডি বাজার টু কালনা গামী রাস্তার পূর্ব পাশে ওয়াফদা খালের পানির মধ্য থেকে নিহত সুমন মোল্লা (১৫) এর মৃতদেহ উদ্ধার হয় এবং  লোহাগড়া থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করতঃ ময়না তদন্তের জন্য মৃতদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে নড়াইল জেলার লোহাগড়া থানার মামলা নং-১৯, তারিখ-২৬/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ রুজু হয়। মামলাটির তদন্তভার পিবিআই, যশোর জেলা    স্ব-উদ্যোগে গ্রহণ করে। 

ছায়া তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) রিপন কুমার সরকার, এসআই(নিঃ)/ রতন মিয়া ও এসআই(নিঃ) মোঃ মাসুদসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক আসামী ১। শাহাদাৎ হোসেন(১৯), পিতা-মোঃ রমজান শেখ, মাতা-মোছাঃ পারভীন নাহার, সাং-লাহুড়িয়া তালুকপাড়া, ইউনিয়ন-২নং লাহুড়িয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে অদ্য ২৭/০৮/২০২৫ খ্রিঃ রাত ০১:৩৫ ঘটিকায় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ আসামীর শ্বশুর বাড়ি হতে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী শাহদৎ হোসেনের টাকার খুব প্রয়োজন হয়। তখন সে একটি ভ্যান চুরি করবে মর্মে সিদ্ধান্ত নেয়। তার পরিকল্পনানুযায়ী ঘটনার দিন ও সময়ে ভিকটিমকে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে বিক্রিয়ের উদ্দেশ্যে রওনা করলে ভ্যানের ব্যাটারীর চার্জ শেষ হয়ে যায়, তখন আসামী ভিকটিমের ভ্যান গাড়িটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর বাজারে ফেলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। ধৃত আসামী শাহাদৎ হোসেনকে অদ্য ২৭/০৮/২০২৫ খ্রিঃ যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি