বাঁশখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর হামলা !


চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর হামলার অভিযোগ তৌহিদুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আহত স্ত্রী মরিয়ম বেগম বতমানে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৬ আগাষ্ট) রাতে উপজেলার শীলকুপ ইউনিয়নের জঙ্গল শীলকুপ এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা শীলকুপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে তৌহিদুল ইসলামের সাথে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আহমেদ মিয়ার মেয়ে মরিয়ম বেগমের সাথে ২০১৮ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বর্তমানে মরিয়ম বেগম চার সন্তানের জননী।
পরিবারের অভিযোগ- বিবাহের দুই বছর পরে স্ত্রী মরিয়ম বেগমের পরিবার থেকে দুই লাখ টাকা যৌতুক দারি করে তৌহিদুল আলম, যৌতক না পেলে মরিয়মের ওপর নির্যাতন চালায় তার স্বামী। এক পর্যায়ে বাধ্য হয়ে মরিয়ম তার পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা যৌতুক দেন স্বামী তৌহিদুলকে।
কিছুদিন যেতে না যেতে আবারো টলি গাড়ি কেনার জন্য বিশ হাজার টাকা যৌতুক দাবি করেন তৌহিদ। ওই টাকা দিতে না পারায় স্ত্রী মরিয়মের ওপর অমানবিক নির্যাতন চালায়। এই ঘটনায় মাহাবুল আলম কোম্পানি ও স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে।
চলতি বছর জুন মাসে তৌহিদ তার শাশুড়ী নূর আশা বেগমকে বিভিন্ন এনজিওর কোম্পানি থেকে কিস্তি টাকা নিয়ে দেওয়ার চাপ প্রয়োগ করে। এনজিও কাছ থেকে টাকা নিয়ে না দেওয়ায় স্ত্রী মরিয়ামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে তার স্বামী।
এ বিষয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করলে এএসআই শামীমের উপস্থিতি ও স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।
মঙ্গলবার রাতে যৌতুকের জন্য মরিয়ম বেগমকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। প্রথমে আহত মরিয়ম বেগমকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হলে। তার অবস্থা আশঙ্কা জনক হয়। বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, যৌতুকের জন্য স্বামী কর্তৃক স্ত্রীর ওপর হামলার খবর শুনেছি। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি, ।
ভিওডি বাংলা/ এমএইচ