• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণার সীমান্তে বিজিবি'র অভিযানে ইয়াবাসহ আটক ১

নেত্রকোণা প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার ও (সেল ফোন) মোবাইল ফোন সহ একজন মাদক-কারবারিকে আটক করেছে। 

আটককৃত মাদক কারবারি, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম উরফে আবুনী (৩০)। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বিওপির একটি টহল টিম সোমবার  দিবাগত রাতে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ পিছ ইয়াবা, ১ পিছ বিয়ার ও ২ টি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম উরফে আবুনী নামে একজন মাদক কারবারিকে আটক করে।

পরে আটককৃত ব্যাক্তিকে আলামতসহ ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের