গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা


অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের ছোট কন্যা কৃষভি মাত্র নয় মাস বয়সেই গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শ্রীময়ী স্তম্ভিত হয়েছেন। ফুটেজে দেখা যায়, কান্নাকাটি থামানোর জন্য গৃহকর্মী শিশুটিকে উপুড় করে শুইয়ে মারধর করছেন। শ্রীময়ী বলেন, “মেয়ের কান্না থামাতে গিয়ে এমন নিষ্ঠুর আচরণ হতে পারে, ভাবতেই শিউরে উঠছি।”
ঘটনার পর গৃহকর্মীকে বরখাস্ত করা হয়। কাঞ্চন মল্লিকও আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ঘটনার দিন শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই বাইরে কাজের জন্য ছিলেন, এবং শিশুর দায়িত্ব ছিল গৃহকর্মীর কাঁধে।
শিশু নির্যাতনের পাশাপাশি ওই গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে। শ্রীময়ী জানিয়েছেন, তাদের বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র নিখোঁজ হচ্ছিল। পরে জানা যায়, গৃহকর্মী সিসিটিভি বন্ধ করে এসব জিনিস চুরি করতেন।
শ্রীময়ী বলেন, “মেয়েকে নিরাপদে বড় করার জন্য পরিচারিকা রেখেছিলাম, কিন্তু এমন দৃশ্য দেখব তা ভাবিনি। এখন চিন্তা হচ্ছে, ভবিষ্যতে কাকে ভরসা করব।”
কাঞ্চন মল্লিকও জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা