• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে

বিনোদন প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর এবারের পর্বটি ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল বৃটিশ আমলে প্রতিষ্ঠিত প্রায় শত বছর প্রাচীন ট্যাফনাল ব্যারেট স্কুল এর সামনে।

দর্শকরা জানান, ভোলায় এত বড় সমাগম আগে কখনো হয়নি। আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও মানুষ দীর্ঘ সময় ধরে তাদের প্রিয় অনুষ্ঠান উপভোগ করেছেন।

এই পর্বে দু’টি গান পরিবেশন করা হয়েছে। একটি গান হলো ভোলা জেলার পরিচিতিমূলক গান, লিখেছেন মনিরুজ্জামান পলাশ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। অপরটি হলো ‘আমাকে না বলে’, গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।

পর্বে দর্শকদের অংশগ্রহণমূলক খেলা, স্থানীয় তারকা তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয়, এবং ভোলার সন্তান এম এ মুহিতের বিশেষ সাক্ষাৎকার রয়েছে। মুহিত দুইবার পরপর এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে পরিচিত।

শেকড় সন্ধানী ‘ইত্যাদি’ এবারও দেশের প্রত্যন্ত অঞ্চলের অজানা তথ্য, শিক্ষামূলক প্রতিবেদন ও স্থানীয় সংস্কৃতি তুলে ধরেছে। এতে রয়েছে ভোলা ও এর বিভিন্ন উপজেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের বর্ণনা, মহিষ ও মৎস্য খাতের উপর প্রতিবেদন এবং জেলের জীবন নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। এছাড়া বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিংয়ের সামার প্যালেস নিয়ে দেখানো হবে।

নাট্যাংশে রয়েছে সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বিষয় নিয়ে তীক্ষ্ন উপস্থাপনা, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, মোবাইল আসক্তি, ভাইরাস আতংক, সংস্কৃতি বিতর্কসহ আরও বিভিন্ন কৌতুকপূর্ণ পর্ব।

উল্লেখযোগ্য শিল্পীরা ছিলেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, রকি খান, জিল্লুর রহমান, শাহেদ আলী, জাহিদ শিকদার, নিপু, শুভরাজ, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে। মঞ্চ ও শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।

পর্বটি প্রচারিত হবে ২৯ আগস্ট, শুক্রবার, রাত ৮টায় বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই
বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই
‘বিনা পয়সায় কিছু পাওয়া যায় না’
‘বিনা পয়সায় কিছু পাওয়া যায় না’
মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা
মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা