নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে : আবিদুল ইসলাম


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
সোমবার (২৫ আগস্ট) ডাকসু কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
আবিদুল বলেন, ডাকসু হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের। কিন্তু কে বা কারা ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে। গুপ্ত শিবির এবং বাগছাসকে এফ রহমান হলের প্রোভোস্ট পেট্রোনাইজ করছে। এফ রহমান হল নিয়ে অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ সময় ছাত্রলীগ-আওয়ামী লীগের বিচার যতক্ষণ না হবে, তাদের অন্য মৌলিক অধিকার থাকলেও, রাজনৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আবিদুল বলেন, আচরণবিধি লংঘন করে একজন হেভিওয়েট ভিপি প্রার্থী মধ্যরাতে হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। শুধু ক্ষমা চাইলেই সমাধান হয় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সুস্পষ্ট করবে।
ডাকসু নির্বাচনের অসঙ্গতি রাষ্ট্রীয়ভাবে সুরাহার দাবি জানিয়ে তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনগুলো জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। প্রচারণার সময় আমাদের ওপর গুপ্ত সংগঠন কর্তৃক মবেরও আশঙ্কা রয়েছে। এছাড়া জামায়েতে ইসলামী ও ছাত্রশিবির নারীদের নিয়ে কুৎসা রটাচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নারীদের নিয়ে এমন কাজ না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সোশ্যালমিডিয়ার পেজ ও গ্রুপগুলোতে অপপ্রচার ও প্রোপাগাণ্ডা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষককে জানানোর পরও বিটিআরসি এখনো তা বন্ধ করতে পারেনি।
আবিদুল বলেন, আগে ছাত্রলীগ করতো গেস্টরুম-গণরুম কালচার। এখন হলে হলে মুড়িপার্টির কালচার চলছে। সেখানে গুপ্ত সংগঠনের প্যানেল সদস্যদের নাম মুখস্ত করানো হচ্ছে।
ভিওডি বাংলা/ এমএইচ