ফর্মুলা দুধ নয়, মাতৃদুগ্ধ খাওয়ানোর পরামর্শ নূরজাহান বেগমের


শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ কম এলে তড়িঘড়ি করে ফর্মুলা দুধ খাওয়ানোর পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, “আপনারা যেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এটা আমাদের প্রাপ্য অধিকার ছিল। তাই এখন যে শিশুরা জন্মাচ্ছে, আল্লাহর ওয়াস্তে তাদের ফর্মুলা দুধের দিকে ঠেলে দেবেন না।”
সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
নূরজাহান বেগম বলেন, গর্ভাবস্থার ছয় মাস পর থেকেই মায়ের খাদ্যাভ্যাস ও পুষ্টি নিশ্চিত করতে হবে, যাতে পর্যাপ্ত দুধ উৎপাদন হয়। তিনি জানান, আগে শালদুধ নিয়ে নানা কুসংস্কার থাকলেও এখন তা দূর হয়েছে। কিন্তু বর্তমানে মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার কমছে। সরকারি হিসাবে এখন মাত্র ৫৫ শতাংশ শিশু মাতৃদুগ্ধ পাচ্ছে, যা একসময় আরও বেশি ছিল।
কর্মজীবী মায়েদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাঠে-ঘাটে বা অফিসে কর্মরত মায়েদের পর্যাপ্ত খাবার খাওয়ার নিশ্চয়তা দিতে হবে। দারিদ্র্য বিমোচন ছাড়া শিশুদের পর্যাপ্ত মাতৃদুগ্ধ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, গৃহকর্মীদের অনেক সময় বাচ্চা সঙ্গে আনতে দেওয়া হয় না—এই বিষয়েও নতুনভাবে ভাবার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ