• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণহত্যাসহ একাত্তরের অমীমাংসিত ইস্যু

তোমাদের হৃদয় পরিষ্কার করো- ইসহাক দার

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০৯:০২ পি.এম.
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।ছবি-সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, সম্পদের সুষম বণ্টন সহ ঊনিশশো একাত্তর সালের যেসব অমীমাংসিত বিষয়ের কথা বাংলাদেশ বলছে, সেগুলো আগেই দু'দফায় সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

তিনি এখন ঢাকা সফরে রয়েছেন। তিনি মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দু'দেশের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

পরিবারের মধ্যে, ভাইদের মধ্যে যখন এটার সমাধান হয়ে গেছে, এমনকি ইসলামও আমাদের বলেছে যে, তোমাদের হৃদয় পরিষ্কার করো, রোববার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সুতরাং চলুন সামনে এগিয়ে যাই। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যত উজ্জল।

এর আগে, দুই দিনের রাষ্ট্রীয় সফরের শেষদিন আজ সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

মোহাম্মদ ইসহাক দার বলেন, আজ মোট ছয়টি দলিল সাক্ষরিত হয়েছে এবং আমি মনে করি, এটি দারুণ একটি সূচনা।

পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে বৈঠক করার আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশে সফররত পাকিস্তানের এই নেতা। এসব বৈঠকে দু'দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরও দেশটির সঙ্গে বাংলাদেশের বেশ কিছু সমস্যা অমীমাংসিতই রয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

সেগুলোর মধ্যে প্রধান তিনটি ইস্যু হলো: মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ ভূখণ্ডে চালানো গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, স্বাধীনতার সময়কার পাকিস্তানের সম্পদের সুষম বণ্টন এবং দু'দেশের আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন।

এসব বিষয় নিয়ে অতীতে বিভিন্ন সময় দু'দেশের মধ্যে নানান আলাপ-আলোচনা হতে দেখা গেলেও দৃশ্যমান কোনো সমাধান দেখা যায়নি।

শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবতরণ করলে নতুন করে ইস্যুগুলো সামনে আসে এবং সমস্যা সমাধানে বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়।

কিন্তু রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, দু'দেশের অমীমাংসিত সমস্যাগুলো অতীতে দু'দফায় সমাধান করা হয়েছে।

"(অমীমাংসিত) ইস্যু দু'বার নিষ্পত্তি করা হয়েছে। ১৯৭৪ সালে, এরপর ২০০০ সালের গোড়ার দিকে যখন জেনারেল (পারভেজ) মোশাররফ এখানে এসেছিলেন এবং তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র জাতির উদ্দেশ্যে কথা বলেছিলেন," সাংবাদিকদের বলেন মোহাম্মদ ইসহাক দার।

১৯৭৪ সালে অমীমাংসিত বিষয়ের আনুষ্ঠানিক সমাধান হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ঐতিহাসিক সেই দলিলপত্র দুই দেশের কাছেই রয়েছে।

"আমি মনে করি এখন ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে যেমনটা বলেছেন, সেভাবে আমাদের নতুন করে শুরু করে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা একটা পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিৎ," বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরের বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
মোহাম্মদপুরের বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
জুলাই সনদে মতামত দিল ২৬ রাজনৈতিক দল
জুলাই সনদে মতামত দিল ২৬ রাজনৈতিক দল
ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল
ইসিতে এনসিপি নেতার সঙ্গে রুমিন ফারহানা গ্রুপের হট্টগোল