• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন আসলেই তারা দেশপ্রেমিক সাজে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারংবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন আসলেই তারা দেশপ্রেমিক সাজে, উলামায়ে কেরামের কাছে যায়, ধার্মিক সাজে। আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ান বানায়। অতিতে এরা দেশকে পাঁচ-পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান বানিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

রোববার (২৪ আগস্ট) নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নোয়াখালীর চৌমুহনির বেঙ্গল কনভেনশন হলে এক উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা গর্ব ভরে বলেছিলো, হাসিনা পালায় না। তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। নানা দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জনতার রোষে তাদেরকেও পালাতে হয়েছে। ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতির সাথে প্রতারণা করলে তাদেরকে এই ইতিহাস মনে রাখতে হবে।

চরমোনাই পীর বলেন, বিগত জুলাই অভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে। কতশত মানুষ অন্ধত্বের অভিশাপ বহন করছে। পঙ্গুত্ব বরণ করেছে হাজারো মানুষ। আয়না ঘরের মতো আইয়ামে জাহেলিয়াতও দেখেছি আমরা। বিগত জুলাইয়ে এতো রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে যদি গড়ে তুলতে না পারি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে।

জেলা সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবাসী উপ-কমিটির সদস্য নোয়াখালী ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম কাউসার, বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সলিম উদ্দিন, নোয়াখালী ৩, বেগমগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুর উদ্দিন আমানতপুরী, নোয়াখালীর  উল্লেখযোগ্য মাদ্রাসার পরিচালক শাইখুল হাদিস এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার
খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার
ইসিতে অভিযোগ দায়ের এনসিপি নেতার
ইসিতে অভিযোগ দায়ের এনসিপি নেতার
জুলাই শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফজলুকে শোকজ
জুলাই শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ফজলুকে শোকজ