সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১২ সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
রোববার (২৪ আগষ্ট) সকালে র্যাব-১২,র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-১২,র অধিনায়কের দিকনির্দেশনায় ২৩ আগস্ট সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৩নং উধুনিয়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী বসত ঘরে একটি অভিযান পরিচলনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি উদ্ধার করে। এ সময় মূর্তি পাচারের অভিযোগে ২ জন পাচারকারীকে গ্রেফপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের মোঃ আছলাম আলীর ছেলে মোঃ শাহিন আলম (৩০) এবং শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম(৪৫) আসামিদ্বয় মূল্যবান কষ্টিপাথরের তৈরি মূর্তি নিজ হেফজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ