• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী: মির্জা ফখরুল বাংলাদেশ লেবার পার্টির ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না : তাহের এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব : রিজওয়ানা হাসান প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন- নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

রাজবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

রাজশাহী ব্যুরো    ২৪ আগস্ট ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সরকারি রাস্তার পাশ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের চারটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুম শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বালিয়াকান্দি উপজেলা শহরের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গাছগুলো কেটে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজের বাড়িতে মজুত রাখেন মাসুম শেখ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পানি প্রবাহের জন্য একটি সরকারি খাল রয়েছে। খাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের মাঝখানে একটি মাটির রাস্তা দিয়ে এলাকাবাসী চলাচল করে। রাস্তার উত্তর পাশে বেড়ে উঠা চারটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো মাসুম তার নিজ বাড়িতে রেখেছেন। 

স্থানীয় বাসিন্দা মো. ওহিদুজ্জামান, রুহুল আমিন ও মো. মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, “এখানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সম্পদ কেউ এভাবে কেটে নিতে পারে না। আমরা প্রশাসনকে জানিয়েছি। এখন তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

অভিযুক্ত মাসুম শেখকে বাড়িতে পাওয়া যায়নি তবে তার বড় ভাই মামুন শেখ দাবি করে বলেন, “আমরা ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ নিয়েছিলাম গাছ লাগানোর জন্য। সেই জায়গাতেই গাছ লাগানো হয়েছিল। তাই গাছগুলো আমরা কেটে বাড়িতে এনেছি। উপজেলা ভূমি কর্মকর্তা আমাদের ডেকেছেন, সেখানেই বসে সমাধান হবে।"

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, “ঘটনার খবর পেয়ে এসিল্যান্ডকে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ২০১২ সালে ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী গাছের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ ও ৪০ ভাগ লিজগ্রহীতার। আমরা কাগজপত্র যাচাই করছি। ইউনিয়ন পরিষদ এভাবে লিজ দেওয়ার ক্ষমতা রাখে কি না, লিজের বৈধতা কতটুকু সব খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার