সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মুল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ১৮ থেকে ২৪ আগস্টের মুল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরে সৈয়দপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে কুইজ আবৃত্তি ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছাঃ মোস্তাকিনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিন মোঃ রফিকুল্লাহ, আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ