• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ময়নাতদন্ত শেষে ঢাকায় আসবে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ১০:১৫ এ.এম.
সাংবাদিক বিভুরঞ্জন সরকার-ছবি: সংগৃহীত

অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এরপর মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। শনিবার (২৩ আগস্ট) সকালে সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় নিয়ে আসবে তার পরিবার।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালেই ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় আনা হবে। এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন ঋত সরকার ও চিররঞ্জন সরকার।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

এদিকে বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘খোলা চিঠি’ শিরোনামে লেখা পাঠান। সেখানে জীবনের শেষ লেখা হিসেবে উল্লেখ করে তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা, গণমাধ্যম ও রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত অসুস্থতা, ছেলেমেয়ের পড়াশোনা ও কর্মসংস্থান নিয়ে হতাশার কথা তুলে ধরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শাহজালালে বিদেশি যাত্রীর কাছে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার
শাহজালালে বিদেশি যাত্রীর কাছে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার