চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী


বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, এ বছর উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে শনিবার ২৪টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বলেও জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।
শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামে চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
কামাল খান বলেন, ‘দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য সরবরাহ বাড়বে। এছাড়া দুই দেশের মধ্যে জাহাজ চলাচল আরও বাড়ানো হবে। বিদেশের জনগণের জীবনমান উন্নত করতে উভয় সরকার কাজ করছে। যদিও অনেক চ্যালেঞ্জ ও বাস্তবতা আছে তারপরও একসঙ্গে দুই দেশ কাজ করবে।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সক্ষমতা বাড়তে কাজ করছে দুই দেশের সরকার।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসক আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। চট্টগ্রাম সফরে পাকিস্তানি বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পাশাপাশি বেশ কয়েকটি শিল্প কারখানাও পরিদর্শন করেন।
ভিওডি বাংলা/ এমএইচ