• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসুর নির্বাচনী প্রচারণা: পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ

ঢাবি প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ০৪:২৪ পি.এম.
ফাইল ছবি

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ আগস্ট) ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখ থেকে প্রার্থীরা আচরণবিধি অনুযায়ী প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসুর ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি
ডাকসুর ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি
৮ কেন্দ্রে হবে ডাকসুর ভোটগ্রহণ
৮ কেন্দ্রে হবে ডাকসুর ভোটগ্রহণ
গুজব-অপতথ্য ছড়ানো হচ্ছে: আবিদুল
গুজব-অপতথ্য ছড়ানো হচ্ছে: আবিদুল