• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পশ্চিম বাঁশখালীতে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট্য ব্যাংকার ও সমাজসেবক মোহাম্মদ মোরশেদুল আলম।

বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুর ১২ টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ'র হলরুমে নব নির্বাচিত সভাপতির সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পরিচালনা পরিষদের অপরাপর সদস্য ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ।

নব নির্বাচিত সভাপতির প্রথম দিন স্কুলে আগমন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা রাস্তার দুই পাশে দাড়িয়ে নবনির্বাচিতকে ফুলেল শুভেচ্ছা জানান ও বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।

সভাপতি তার বক্তব্যে বলেন,  ‘একটি ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করে শেখার আগ্রহ সৃষ্টি করা, এটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সঠিক পথে চালিত করে।’

এসময় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য সচিব পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান, স্কুলের প্রতিষ্ঠতা সভাপতি মরহুম মাস্টার ফয়েজ আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান আবু হেনা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মাশুক ইলাহী, অভিভাবক সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ