শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

 
                                            
                                    
দীর্ঘ ৩৫ বছর চাকরি জীবনের পর সহকর্মী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক আব্দুল জলিলেকে।
সহকারী শিক্ষক হিসেবে বিজ্ঞান বিভাগে দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন শিক্ষকতার সঙ্গে। সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাইতো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা পেশাজীবীর মানুষ। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক আব্দুল জলিল ।তাইতো বিদায় বেলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন স্কুল থেকে বিদায় নিলেও আমি সব সময় তোমাদের পাশে রয়েছি।
শিক্ষার্থীরা বলেন, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের বাবার মত সব সময় আদরও মমতা দিয়ে আমাদেরকে পাঠদান করাতেন। আজ স্যারের বিদায় হল ভালো আমরা একজন ভালো ভালো স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।
শিক্ষকরা জানান, আজ আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম, তিনি আমাদেরকে সব সময় ভালো বিষয়ে পরামর্শ দিত আমাদের সাথে তিনি সবসময় ভালো আচরণ করত,তিনি সবসময় আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করাতেন, তার এই শূন্যতা জানিনা পূরণ হবে কিনা। আমরা দোয়া করি তিনি সবসময় ভালো থাকুক।
বিদায়ী শিক্ষক আব্দুল জলিল জানান, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে, সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য, সেইসঙ্গে কে নামাজ পড়ে আমার জন্য দোয়া করার জন্য বলব, এবং আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করব । 
 
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






