রাজবাড়ীতে গোল্ডেন লাইনের ধাক্কায় মাইক্রোবাস খাদে


ঢাকা এয়ারপোর্ট থেকে বিদেশি যাত্রী নিয়ে রাজবাড়ী যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়ক বড় ধুলুন্ডি এলাকায় পিছন থেকে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় ঢাকা মেট্রো -চ ১২-৬০৮৮ নম্বরের একটি প্রাইভেটকার( হাইয়েজ) ১৪ জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায়।
বুধবার (২০আগষ্ট) সকাল ৯.৩০ মিনিট এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এতে ১জন যাত্রীর অবস্থা আশংকাজনক। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার চালক সোহাগ জানান,ভোরে ঢাকা এয়ারপোর্ট হতে বিদেশ থেকে আসা যাত্রী নিয়ে রাজবাড়ী বেলগাছী উদ্দেশ্য রওনা হই।
সারা রাস্তায় নিরাপদে এলেও ঢাকা- আরিচা মহাসড়ক মানিকগঞ্জ ঘিওর উপজেলা বড় ধুলুন্ডি এলাকায় এসে পৌছালে ৯.৩০ মিনিটের সময় পিছন থেকে গোল্ডেন লাইন বাস প্রাইভেটকারে জোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়েছেন,কারো কোন ক্ষতি হয়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোস্তাফিজ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভীতরে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাই। ১জন যাত্রীর অবস্থা খারাপ হওয়াতে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গোল্ডেন লাইন বাসকে আটক করা হয়েছে।আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ