• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে ২৪০০ ইয়াবাসহ ১ পাচারকারী সাংবাদিক আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ১২:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দৈনিক আজকের বসুন্ধরা কক্সবাজার প্রতিনিধি নুরুল আলম মুজাহিদ (৪২) গ্রেফতার হয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মোঃ জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগী খালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায় জড়িত যে-ই হোক, সাংবাদিক বা জনপ্রতিনিধি কেউ রেহাই পাবে না। এ অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেফতারের সময় নুরুল আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন এবং একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তদন্তে জানা যায়, তিনি সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঘটনার পর বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা