টপ নিউজ
রাজশাহী পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.


রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক-ছবি সংগৃহীত
রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত ছয় মাস ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে সেদিন থেকেই সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালের জন্য তিনি খোরপোষ ভাতা পাবেন।
ভিওডি বাংলা/জা