• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিদিন আদা খেলে কী হয়?

লাইফস্টাইল    ১৯ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সর্দি–কাশি দূর করা থেকে শুরু করে ভারী খাবারের পর হজমে সহায়তা-আদার উপকারিতা অনেক। চা হোক কিংবা মসলাদার রান্না, প্রতিদিনের খাবারে আদা থাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে। কারণ, এই মসলা শুধু স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও নিয়ে আসে নানা উপকার। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন অল্প পরিমাণে আদা খেলে কী কী উপকার পাওয়া যায়-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আদায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আয়ুর্বেদ মতে, আদা রোগ প্রতিরোধের অন্যতম সেরা উপাদান। কাটা আদা, দারুচিনি ও লেমনগ্রাস গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে মধু মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।

 হজমে সহায়তা করে: গ্যাস, পেট ফাঁপা কিংবা বমি বমি ভাব-সব ধরনের হজম সমস্যার সমাধানে আদা কার্যকর। এটি হজম রস তৈরি করতে সহায়তা করে, অন্ত্রকে সুরক্ষা দেয় এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে।

প্রদাহ ও ব্যথা কমায়: ওয়ার্কআউটের পর বা জয়েন্টের ব্যথায় আদা দারুণ কাজ করে। এর প্রদাহ-বিরোধী গুণ ফোলাভাব ও ব্যথা কমায় এবং ধীরে ধীরে জয়েন্টকে নমনীয় করতে সাহায্য করে।

রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে: নিয়মিত অল্প পরিমাণে আদা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি সহায়ক হলেও ওষুধের বিকল্প নয়।

 ঠান্ডা লাগা ও গলা ব্যথা দূর করে: এক কাপ গরম আদা চা ঠান্ডা-কাশি উপশমে কার্যকর। এটি বুকের কফ পরিষ্কার করে, গলা ব্যথা প্রশমিত করে এবং শরীরকে উষ্ণ রাখে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের আসরে হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি
শীতের আসরে হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি
শীতে বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর সহজ টিপস
শীতে বিদ্যুৎ বিল অর্ধেক কমানোর সহজ টিপস
শরীরচর্চার বিকল্প? হরর সিনেমা দেখলেই পোড়বে ক্যালরি
শরীরচর্চার বিকল্প? হরর সিনেমা দেখলেই পোড়বে ক্যালরি