• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন

নেত্রকোণা প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা মৎস্য অধিদপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাস ভবনের সামনের পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানি বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ, সাংবাদিক আলপনা বেগম, মৎস্য ব্যবসায়ী কে এম মারুফ ও মৎস্য চাষি আতিকুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি