• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও পুরস্কার বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী তানোরে মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ
রাজশাহী তানোরে মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ
নির্দেশনার তোয়াক্কা না করে দুর্গাপুরে সেতুর ওপর অবৈধ দোকানপাট
নির্দেশনার তোয়াক্কা না করে দুর্গাপুরে সেতুর ওপর অবৈধ দোকানপাট
শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত