• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে কাভার্ডভ্যানে- পিকআপের ধাক্কায় নিহত ৫

চট্রগ্রাম প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।  

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় বিএনপির নেতার হত্যায় মামলায় ৬ জনের যাবজ্জীবন
কালিয়ায় বিএনপির নেতার হত্যায় মামলায় ৬ জনের যাবজ্জীবন
ইবিতে জিয়া পরিষদের উদ্যোগে রেইনকোট পেল ১৫০ ভ্যানচালক
ইবিতে জিয়া পরিষদের উদ্যোগে রেইনকোট পেল ১৫০ ভ্যানচালক
মধুপুরে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে শিমুল আলু
মধুপুরে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে শিমুল আলু