• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে কাভার্ডভ্যানে- পিকআপের ধাক্কায় নিহত ৫

চট্রগ্রাম প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।  

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।  

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
গৌরীপুর পুলিশের অভিযানে আ’লীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার
বাঁশখালী হাদির মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ বলা যুবলীগ নেতা গ্রেপ্তার