• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এয়ার কানাডা কেবিন ক্রুদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

কেবিন ক্রুদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের কারণে কানাডার বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। এর ফলে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। এয়ার কানাডা ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে।

এয়ার কানাডার সহযোগী সংস্থা, সাশ্রয়ী সেবা প্রদানকারী এয়ার কানাডা রুজ-এর অধীনে চলাচল করা ফ্লাইটগুলোও স্থগিত রয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে অন্য কোনো এয়ারলাইন্সে ভ্রমণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে যাত্রা এড়াতে।

কেবিন ক্রুরা মূলত বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছেন। বর্তমানে তারা ফ্লাইট চলাকালীন সময়ের জন্য বেতন পান, কিন্তু ফ্লাইটের মাঝে বা যাত্রীদের বিমানে উঠতে সহায়তা করার সময় পারিশ্রমিক পান না। এই সময়ের জন্যও তারা বেতন দাবি করছেন।

স্থানীয় সময়ে শনিবার রাত ১২:৫৮ মিনিটে ধর্মঘট শুরু হয়। তবে এর আগেই এয়ার কানাডা তাদের কার্যক্রম সীমিত করতে শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দৈনিক প্রায় ৫০০টি ফ্লাইট ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।

বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করা এয়ার কানাডা জানিয়েছে, ধর্মঘটের কারণে তাদের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইটগুলো এই ধর্মঘটের আওতায় পড়বে না।

কর্মী নিয়োগ চুক্তিতে চার বছরের মধ্যে কেবিন ক্রুদের ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব থাকলেও, শ্রমিক সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) বলেছে, এই প্রস্তাব মূল্যস্ফীতি, বাজারমান ও ন্যূনতম মজুরির তুলনায় কম। এছাড়াও, যাত্রী ওঠানো এবং বিমানবন্দরে অপেক্ষার সময়ের জন্য কোনো বেতন না পাওয়ায় তারা অসন্তুষ্ট।

শ্রমিক ইউনিয়ন ও এয়ার কানাডা উভয় পক্ষই সমঝোতার জন্য প্রস্তুত হলেও একে অপরের ওপর দোষারোপ করছেন। চলতি মাসের শুরুর দিকে ইউনিয়নের ৯৯.৭ শতাংশ সদস্য ধর্মঘট সমর্থনে ভোট দিয়েছেন।

কানাডার কর্মসংস্থান মন্ত্রী প্যাটি হাজডু চলতি সপ্তাহে উভয় পক্ষকে ধর্মঘট এড়াতে আলোচনায় ফেরার আহ্বান জানান। তিনি এক বিবৃতিতে বলেন, এয়ার কানাডা তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ মীমাংসার জন্য তাকে অনুরোধ করেছে।

অন্যদিকে, ইউনিয়নের দাবি, তারা আট মাস ধরে আন্তরিক আলোচনা চালিয়ে আসছেন, কিন্তু এয়ার কানাডা সরকারের নির্দেশিত সালিসি পথ গ্রহণ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘণ্টায় ২৬০ কিমি বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ঘণ্টায় ২৬০ কিমি বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপ, সোমবার ওয়াশিংটনে বৈঠক
ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপ, সোমবার ওয়াশিংটনে বৈঠক
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫০ ছাড়িয়েছে
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫০ ছাড়িয়েছে