• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রমিকদের ৩০ দিনের হাজিরার দাবিতে কিশোরগঞ্জে কর্ম বিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক নিয়োজিত করার নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি প্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রধানের দাবিতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা। 

রবিবার (১৭ আগস্ট) সকাল নয়টা থেকে দিনব্যাপী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি ) কিশোরগঞ্জ এর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালিত হচ্ছে । এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 

কর্ম বিরতি চলাকালে তারা দাবি করে বলেন, শ্রমিকদের এই আন্দোলনে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য । শ্রমিকদের নিয়মিত ৩০ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। তাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে। শ্রমিকদের প্রতি সম্মান ও মর্যাদা দিতে হবে।

এই কর্মবিরতিতে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাজবাড়ীতে ভূয়া পুলিশ গ্রেপ্তার
রাজবাড়ীতে ভূয়া পুলিশ গ্রেপ্তার
রাজবাড়ীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন