• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেসির জাদুতে মায়ামির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ১১:০২ এ.এম.
লিওনেল মেসি- ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে এলএ গ্যালাক্সিকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো মায়ামি।

প্রথমার্ধে জর্দি আলবার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে গ্যালাক্সি সমতায় ফেরে। শেষ ১০ মিনিটে দৃশ্যপট পাল্টে দেন মেসি।

৮৪তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে আবারও এগিয়ে দেন তিনি। এরপর ৮৯তম মিনিটে রদ্রিগো দি পলের পাস হিল ফ্লিকে বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে, যিনি গোল করে ব্যবধান ৩-১ করেন।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। যদিও আমি দেখেছি, সে পুরোপুরি স্বস্তিতে ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে ছন্দে ফিরেছে। আগামীকাল সে কেমন অনুভব করে, সেটি দেখতে হবে। আপাতত আমাদের ধীরে ধীরে এগোতে হবে।’

এই গোলেই চলতি এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান এখন ৩০। টানা চতুর্থ ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করলেন তিনি।

গত সপ্তাহে চোটের কারণে মেসিকে ছাড়া খেলতে নেমে অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরেছিল মায়ামি। তাই গ্যালাক্সির বিপক্ষে এই জয়কে মৌসুমের জন্য ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করছেন কোচ মাসচেরানো।

তিনি বলেন, ‘এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি হারা যায়, কিন্তু কেমনভাবে হারা হচ্ছে সেটাই বড় বিষয়। যদি মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করতে চাই এবং কিছু জিততে চাই, তবে প্রতিটি ক্ষুদ্র বিষয়ই নির্ণায়ক হয়ে উঠবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাস্কের গ্রোককে হারিয়ে বাজিমাত চ্যাটজিপিটির নির্মাতাদের
মাস্কের গ্রোককে হারিয়ে বাজিমাত চ্যাটজিপিটির নির্মাতাদের
কোয়াব পরিচালনা কমিটিতে থাকছেন নারী ক্রিকেটার
কোয়াব পরিচালনা কমিটিতে থাকছেন নারী ক্রিকেটার
চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি
চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি