বান্দরবানে আ.লীগ নেতা গ্রেপ্তার


বান্দরবানের লামা থানার পলাতক মামলার আসামি আওয়ামীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিহাল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের খুলশি থানার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জসিম উদ্দিন ও তার ছেলে নিহাল লামা থানার একটি মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রযেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, জসিম উদ্দীনের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা রয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছে। অবশেষে চট্টগ্রাম খুলশি থানার সহযোগিতায় আজিজ নগর পুলিশ ফাঁড়ির একটি দল একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে লামা থানায় নিয়ে আসা হয়।
আটক জসিম আজিজ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও তার ছেলে নিহাল আজিজ নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তার বিরুদ্ধেও লামা থানায় একটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেও তার বাবার সাথে পলাতক ছিলেন।
এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘জসিম উদ্দিন ও তার ছেলেকে চট্টগ্রামের খুলশি থানার সহযোগিতায় আজিজ নগর পুলিশ ফাঁড়ির একটি দল আটক করেছে। তাদের লামা থানায় নিয়ে আসা হচ্ছে। জসিম ও তার ছেলের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা রয়েছে।’
ভিওডি বাংলা/ এমএইচ