• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় ১০ কোটি টাকার অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, আটক ৫

কুষ্টিয়া প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৭:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে প্রায় ১০কোটি ৭১ লক্ষ ১৭ হাজার ২ শত টাকা মূল্যের অস্ত্র, মাদক এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে । এই সময় ৫ জন কে আটক করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শিদ এর তত্ত্বাবধানে (১৬ আগস্ট ) শনিবার দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে।  ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল), ৫,৩৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি, ৫ হাজার  কেজি কারেন্ট জাল , ১৫০ গ্ৰাম  হেরোইন সহ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- (দশ কোটি একাত্তর লক্ষ সতেরো হাজার দুইশত) টাকা।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন। বিশেষ অভিযানে ১০ কোটি ৭১  লাখ ১০ হাজার টাকা মুল্যের অস্ত্র, মাদকসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন  সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য