ঢাবিতে খায়রুল বাসারকে নিয়ে বিতর্ক


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খায়রুল বাসার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে কিছু কবিতা পোস্ট করেন। এতে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় একদল ভক্ত ও রাজনৈতিক সমর্থক।
গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বাসার তার ফেসবুক পোস্টে কবি আল মাহমুদ এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতার লাইন শেয়ার করেন। এর মধ্যে আল মাহমুদের কবিতা থেকে উদ্ধৃতি ছিল- ‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।’
আর নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ কবিতা থেকে উল্লেখ করেন- ‘...এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’
এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে, তিনি বঙ্গবন্ধুর স্মরণে আল মাহমুদের কবিতা ব্যবহার করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খায়রুল বাসারসহ কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুতা নিক্ষেপ কর্মসূচির’ ডাক দেয় কিছু শিক্ষার্থী।
শনিবার (১৬ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান খায়রুল বাসার। তিনি লেখেন- ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি ক্যাম্পাসের ছোট ভাইদের উদ্দেশে লেখেন- ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসিমুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে সাধারণ মানুষের আবেগ বা অনুভূতি তোমাদের বিবেচনার বিষয় না।... ভালোবাসা ও শুভকামনা তোমাদের জন্য।’
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হন খায়রুল বাসার।
সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকার জন্য তরুণদের মাঝে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তবে সাম্প্রতিক এই ঘটনার পর পরিস্থিতি ভিন্ন মোড় নিয়েছে।
ভিওবি বাংলা/জা