• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক বিকল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোর থেকে সকাল পর্যন্ত যাত্রী, চালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের এক পাশ আংশিক সচল থাকলেও, অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে যানবাহনের গতি মারাত্মকভাবে কমে যায়। ধীরে ধীরে ভোরে পুরো সড়কেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। তবে সেই পথে চলতে গিয়ে আরও কয়েকটি গাড়ি আটকে পড়ে। পরে রেকারের সাহায্যে আটকে পড়া যানবাহন সরানো হয়। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেন।

সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বিকল ট্রাকটি সরানো সম্ভব হলেও কুট্টাপাড়া, বেড়তলা ও শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট লেগেই থাকে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্বরোড মোড় এলাকায় সড়কের গর্তগুলো দ্রুত ভরাট ও পাশে মাটি ফেলে সমতল করা গেলে যানজট অনেকাংশে কমবে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছ।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ