ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা


আগের ম্যাচে নবম টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডেভাল্ড ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে ৫৩ রানে জিতে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ৪১ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ‘বেবি এবিডি’ খ্যাত ব্রেভিস। ৫৬ বলে ১২ চার ও ৮ ছয়ে ১২৫ রানের রেকর্ড ইনিংসে প্রোটিয়ারা তোলে ৭ উইকেটে ২১৮ রান। ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েল ও জশ হ্যাজেলউডের মতো বোলারদের উপর চড়াও হয়ে এক ওভারে ২৪ ও ১৮ রান তোলেন তিনি। ট্রিস্টান স্টাবসের সঙ্গে তার ১২৬ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এ ইনিংসের মাধ্যমে ব্রেভিস গড়েছেন একাধিক রেকর্ড—দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টি-টোয়েন্টি স্কোর, অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ রান, এবং অজিদের বিপক্ষে প্রথম প্রোটিয়া সেঞ্চুরি। এছাড়া তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ২০ বাউন্ডারি হাঁকানো দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর
ব্যাটার | রান | বল | প্রতিপক্ষ | ভেন্যু | তারিখ |
ডেভাল্ড ব্রেভিস | ১২৫* | ৫৬ | অস্ট্রেলিয়া | ডারউইন | ১২ আগস্ট ২০২৫ |
ফাফ ডু প্লেসি | ১১৯ | ৫৬ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ১১ জানুয়ারি ২০১৫ |
রিচার্ড লেভি | ১১৭* | ৫১ | নিউজিল্যান্ড | হ্যামিল্টন | ১৯ ফেব্রুয়ারি ২০১২ |
রিজা হেনড্রিকস | ১১৭ | ৬৩ | পাকিস্তান | সেঞ্চুরিয়ন | ১৩ ডিসেম্বর ২০২৪ |
মরনে ভ্যান ভিক | ১১৪* | ৭০ | ওয়েস্ট ইন্ডিজ | ডারবান | ১৪ জানুয়ারি ২০১৫ |
অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারশুইস ২ উইকেট নেন সবচেয়ে কম খরচে। তবুও বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। শুরুতেই ২৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টিম ডেভিড হাফ সেঞ্চুরি করে লড়াইয়ে রাখলেও কেনা মাফাকা ও করবিন বশের ধারালো বোলিংয়ে অজিদের আশা শেষ হয়ে যায়। দুজনই নেন ৩টি করে উইকেট।
শেষ দিকে অ্যালেক্স ক্যারি ও মিচেল ওয়েন কিছুটা প্রতিরোধ গড়লেও জয় থেকে অনেক দূরেই থেকে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন ব্রেভিস। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামী শনিবার কেয়ার্নসে।
ভিওডি বাংলা/ আরিফ