• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন

বিনোদন ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ০৪:৫০ পি.এম.
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী -ছবি সংগৃহীত

উপমহাদেশের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতগুরু, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন মোহিনী গার্ডেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। 

পুত্র অমিত রায় চৌধুরী জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত ১৪-১৫ দিন ধরে ভুগছিলেন। প্রায় ৮-১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে বাড়িতে আনা হয়। তবে গত দুদিন ধরে তাঁর অবস্থার অবনতি ঘটে। আজ সকালে নিজ বাসভবনেই তিনি পরলোকগমন করেন।

পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর জন্ম ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তাঁর সংগীতচর্চার সূচনা হয় মাতা রাজলক্ষ্মী রায় চৌধুরীর আগ্রহে, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী ও সুরকার সুধীর লাল চক্রবর্তীর কাছে। গুরু সুধীর লালের অকালমৃত্যুর পর তিনি তালিম নেন সিরাজগঞ্জের হরিহর শুক্লার কাছে। পরবর্তীতে গোপালগঞ্জের কোটালীপাড়ার সংগীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে দীর্ঘদিন ধ্রুপদ, খেয়াল ও ঠুমরী ঘরানায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি আধুনিক গান, অতুলপ্রসাদী, রাগপ্রধান, নজরুলসংগীত ও শ্যামাসংগীতের তালিম নেন নেত্রকোনার বিশিষ্ট সুরকার নিখিলচন্দ্র সেনের কাছে। এছাড়াও সংগীতাচার্য তারাপদ চক্রবর্তীর পুত্র, খ্যাতিমান সংগীতশিল্পী মানস চক্রবর্তীর কাছেও উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৪৫ সালে বাইশরশি শিবসুন্দরী একাডেমি থেকে ম্যাট্রিক পাশ করার পর তিনি উচ্চশিক্ষার পাশাপাশি সংগীতচর্চা অব্যাহত রাখেন। শৈশব থেকেই তাঁর রাগসংগীতে গভীর অনুরাগ ছিল।

১৯৬১ সাল থেকে তিনি রাজশাহীর মোহিনী নিকেতন বাসভবনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন।

শিল্প ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী ২০১৬ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ অর্জন করেন। এছাড়াও তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত ‘শিল্পকলা পদক’-এ ভূষিত হন।

আজ সন্ধ্যা ৬টায় রাজশাহীর পঞ্চবটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে বিকেল ৪টা থেকে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মোহিনী গার্ডেনে রাখা হবে।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন